September 9, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ জীবনধারা

PUJA : পুজোকে ঘিরে খুশির আমেজ পড়ুয়াদের

শিলিগুড়ি , ২৫ জানুয়ারী : পুজোর আগে সরস্বতী মূর্তি সাজিয়ে বসেছেন মূর্তি বিক্রেতারা |

একদিকে সাধারণতন্ত্র দিবস ও সেই দিনই এ বছর সরস্বতী পুজো । প্রত্যেক বছর সরস্বতী পুজোতে আনন্দে মেতে ওঠে সকলে | বিশেষ করে পড়ুয়াদের অনেক আবেগ জড়িয়ে থাকে সরস্বতী পুজোর সঙ্গে | তবে বিগত দু’বছর করোনাকালীন পরিস্থিতির ফলে সমস্ত অনুষ্ঠান ও পুজো পার্বণের মত সরস্বতী পুজোর আনন্দতেও পড়েছিল ভাটা । তবে এ বছর সমস্ত কিছু স্বাভাবিক থাকায় খুশির আমেজ রয়েছে পড়ুয়া থেকে শুরু করে মূর্তি বিক্রেতা সকলের মধ্যে ।

এদিন মূর্তি বিক্রেতারা জানান , বিগত দু’বছর করোনাকালীন পরিস্থিতির ফলে তেমন ভাবে লাভ করতে পারেননি তারা , তবে এ বছর সমস্ত কিছু স্বাভাবিক থাকায় ও মনোরম আবহাওয়ার ফলে লাভের আশা দেখছেন বিক্রেতারা । পাশাপাশি এদিন প্রতিমা কিনতে ক্রেতাদেরও আনাগোনা লক্ষ করা যায় ।

প্রতিমা কিনতে আসা এক স্কুল শিক্ষিকা জানান , হাতে গোনা আর কয়েক ঘন্টা । তাই স্কুলের সরস্বতী পুজোর জন্য প্রস্তুতি চলছে জোর কদমে । এ বছর সমস্ত কিছু স্বাভাবিক থাকায় সরস্বতী পুজো নিয়ে পড়ুয়ারাও অত্যন্ত খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *