December 9, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ উত্তরবঙ্গ ঘটনা

Siliguri : প্রায় ৫ কেজি সি হর্ষ উদ্ধার , গ্রেপ্তার এক

শিলিগুড়ি , ২৫ জানুয়ারী  :  WLCCB এবং টুকরিয়াঝাড় রেঞ্জের যৌথ অভিযানে ঘোষপুকুর রেঞ্জ কার্শিয়াং ফরেস্ট ডিভিশন সামুদ্রিক প্রাণীর দেহাংশ পাচারের অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করল । অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে , সি হর্ষ(শুকনো)| যার ওজন প্রায় ৫ কেজি । 

 অভিযুক্তদের কাছ থেকে একটি মোটর সাইকেলও বাজেয়াপ্ত করেছে পুলিশ | ধৃতের নাম ,ফয়েজ আহমেদ হাকিমুদ্দিন|ধৃত ইসলামপুরের ধুলিগাঁও এর বাসিন্দা|ধৃতকে বিচারবিভাগীয় হেপাজতে নেওয়ার আবেদন জানান হয়েছে | 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *