December 22, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Fire : ভস্মীভূত ডিটেরজেন্ট কারখানা

শিলিগুড়ি , ৮ জানুয়ারী : অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ফুলবাড়ীর একটি ডিটারজেন্ট তৈরির কারখানা । আগুনের তাপে ভেঙ্গে পড়ে ঢালাইয়ের ছাদ ।
দমকলের পাঁচটি ইঞ্জিনের প্রচেষ্টায় প্রায় ভোররাত পর্যন্ত চলে আগুন নেভানোর কাজ । অবশেষে প্রায় দশ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা।
তার আগেই পুড়ে ছাই কারখানার সমস্ত কিছু ।

শনিবার সন্ধ্যায় কারখানা বন্ধের সময় কারখানার ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন শ্রমিকরা | মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন ।
প্রথমে কারখানার কর্মীরাই আগুন নেভানোর চেষ্টা করে পরবর্তীতে একে একে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে | ভোররাত পর্যন্ত চলে আগুন নেভানোর কাজ । কারখানার পক্ষ থেকে জানান হয়েছে ক্ষতির পরিমাণ প্রায় ৮ থেকে ১০ কোটি ।

এই কারখানায় ডিটারজেন্ট পাউডার তৈরির পাশাপাশি গামলা , বালতি , মগ ইত্যাদি মজুত করা করা হত । শর্ট সার্কিট এর কারণেই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন কারখানার আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *