September 11, 2024
Sevoke Road, Siliguri
রাজনীতি

Siliguri : নতুন সভাপতি পদের দায়িত্বে পিয়ারুদ্দিন মহম্মদ

শিলিগুড়ি , ২৭ ডিসেম্বর : তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক কিষান ক্ষেতমজুর সংগঠনের নতুন সভাপতি পদের দায়িত্ব পেলেন পিয়ারুদ্দিন মহম্মদ । এতদিন এই পদের দায়িত্বে ছিলেন ফুলবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান দিলীপ রায় । এবার তাকে বদল করে নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হল ফুলবাড়ি ২ নং অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট পিয়ারুদ্দিন মহম্মদকে । এক সভায় অনুষ্ঠানিক ভাবে তার নাম ঘোষণা করে এপ্রুভাল লেটার তার হাতে তুলে দেন জলপাইগুড়ি জেলা খেতমজুর সংগঠনের সভাপতি দুলাল দেবনাথ।

সোমবার সকালে নতুন সভাপতির বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানান জোরপাকুড়ি ২৮৪ নং বুথের যুব সভাপতি আফাজ আলী , অঞ্চল সম্পাদক হুমায়ূন কবির সহ অন্যরা । এছাড়াও এই খবর ছড়িয়ে পড়তেই এদিন সকাল থেকে সহকর্মীরা তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময়ের সঙ্গে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানায় তাকে । নতুন দায়িত্ব পেয়ে পিয়ারুউদ্দিন মহম্মদ জানান দলের উচ্চ নেতৃত্বের দেখানো পথেই কাজ করে যাবেন তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *