November 4, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Bamfront : দলকে শক্তিশালী করতে জেলায় জেলায় বৈঠকে সেলিম

শিলিগুড়ি , ৮ জানুয়ারী : পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করে তুলতে জেলায় জেলায় বৈঠকে | দলীয় কর্মীদের চাঙ্গা করতে শিলিগুড়িতে সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম।

রবিবার শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবন জেলা কমিটির সদস্য ও নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন সেলিম । এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয় মহম্মদ সেলিম জানান , রাজ্য জুড়ে আবাস যোজনা দুর্নীতি , ১০০ দিনের কাজের টাকায় দুর্নীতি সহ একাধিক অভিযোগ নিয়ে বামপন্থীরা লাল ঝান্ডা নিয়ে গ্রামে গ্রামে ঘুরছে । এবার নিচু তলার কর্মীরা জেগেছে । কার্য়ত পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের বর্তমান শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে এবারে লড়তে চলেছে বামপন্থীরা , তা সিপিএমের রাজ্য সম্পাদকের কথায় স্পষ্ট ।

এদিনের বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাম নেতা অশোক ভট্টাচার্য সহ জেলার নেতৃত্ব । এদিনের বৈঠকে পর আগামীকাল বৈঠক জলপাইগুড়ি , আলিপুরদুয়ার ও পরের সপ্তাহে কোচবিহার জেলা কমিটির সঙ্গে বৈঠক করবে সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *