December 6, 2024
Sevoke Road, Siliguri
জীবনধারা

Ward Utsab : বসে আঁকো প্রতিযোগিতা

শিলিগুড়ি , ৮ জানুয়ারী : শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওর্য়াড উৎসব “আনন্দ ধারা” শুরু হয়েছিল গতকাল । আজ দ্বিতীয় দিনের মূল অনুষ্ঠান বসে আঁকো প্রতিযোগিতা । শিলিগুড়ি পার্কেই আজ বসেছিল বসে আঁকো প্রতিযোগিতা ।

মোট ৪টি বিভাগে ১৮০ জন কঁচিকাঁচার অংশ নেয় । ওর্য়াড কমিটির তরফ থেকে জানানো হয় উৎসবের শেষ দিন ক বিভাগের সকল প্রতিযোগী ও প্রতিযোগিনীকে পুরস্কৃত করা হয় । ওর্য়াড কাউন্সিলর ছাড়াও ওর্য়াডের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *