December 22, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Politics : ধিক্কার মিছিল বিজেপির

শিলিগুড়ি , ৩ জানুয়ারী : শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈনের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে শিলিগুড়িতে ধিক্কার মিছিল ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির।

মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির হাসমিচক থেকে এই মিছিলটি শুরু হয় । এই মিছিলে নেতৃত্ব দেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা মাটিগাড়া – নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন শিলিগুড়িতে সর্বত্র মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে শাসক দল । অমিত জৈনের ওপরও তৃণমূল নেতা তথা ৯ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রদীপ গোয়েলের নেতৃত্বে হামলা চলেছে । এই বিষয় নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। দোষীদের শাস্তি না হলে দলগতভাবে বড় আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *