September 9, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ আলিপুরদুয়ার উত্তরবঙ্গ

Alipurduar : অবৈধ কাঠের গুদামে হানা

আলিপুরদুয়ার , ৩ জানুয়ারী : কালচিনি ব্লকের হ‍্যামিল্টণগঞ্জের  ফরয়ার্ডনগর , রবীন্দ্রনগর সহ বিভিন্ন এলাকায় অবৈধ কাঠের গুদামে হানা দিয়ে প্রচুর কাঠ ও কাঠের আসবাবপত্র উদ্ধার করল বনদফতরের বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা ।

মঙ্গলবার বনকর্মীরা গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে হ‍্যামিল্টণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালায় । প্রচুর কাঠ ও আসবাবপত্র উদ্ধার হয় উদ্ধার কৃত কাঠ ও আসবাবপত্র রেঞ্জে নিয়ে আসা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *