December 9, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা রাজনীতি

Politics : বন্ধু খুনের ঘটনায় মিথ্যা মামলায় বাম কর্মীদের গ্রেপ্তার , দাবি নেতৃত্বের

শিলিগুড়ি , ২০ ডিসেম্বর : বন্ধুকে খুনের ঘটনায় নার্সিংহোম ভাংচুরে নাম জড়াল বাম কর্মীদের | সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়ে হয়েছে বুলেট সিং ও সুরেন্দ্র শর্মাকে | বাম কর্মীদের ইচ্ছাকৃত মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে এই অভিযোগ তুলে আজ ভক্তিনগর থানায় বিক্ষোভ দেখায় বামেরা |

বন্ধুদের মধে বচসা তারপর খুনের অভিযোগ | তিন অভিযুক্ত গ্রেপ্তার | ঘটনা শিলিগুড়ি পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ড এর ভূপেন্দ্রনগর এলাকার | গত পরশুর এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় শহরে | তিন বন্ধু অঙ্কিত শর্মা , রোহিত শর্মা ও প্রভাস শর্মা চাকু দিয়ে আঘাত করে অপর বন্ধু মণীশ গুপ্তাকে । পরবর্তীতে মণীশ গুপ্তাকে শহরের এক নার্সিংহোমে ভর্তি করা হয় | গতকাল সকালে মৃত্যু হয় মনীষ গুপ্তার । এরপর ঘটনায় উত্তেজিত জনতা ভাঙচুর চালায় শহরের সেই নার্সিংহোমে । পুলিশ সেই খুনের মামলায় অভিযুক্ত অঙ্কিত , রোহিত ও প্রভাস শর্মাকে কে গ্রেপ্তার ও করে ।
পাশাপাশি নার্সিংহোম ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আর ২ জনকে গ্রেপ্তার করে । হাসপাতালে ভাঙচুর চালানোর ঘটনায় গ্রেপ্তার করা ধৃতদের নাম বুলেট সিং ও সুরেন্দ্র শর্মা।

তবে হাসপাতাল ভাঙচুরের ঘটনায় যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা দু’জনই বামফ্রন্টের কর্মী বলে দলের দাবি ।

এ বিষয়ে বামফ্রন্ট এর দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক জানিয়েছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে এই দুই বাম কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে । তারা কোনোভাবেই হাসপাতাল ভাঙচুরের ঘটনায় জড়িত ছিল না । এলাকার যুবকের মৃত্যু ঘটনায় তারা দু’জন শুধু নার্সিংহোমে গিয়েছিল | পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। এই ঘটনা ঘিরে আজ সকালে বামেদের পক্ষ থেকে ভক্তিনগর থানায় একটি বিক্ষোভ ও প্রদর্শন করা হয় । পরে তাদের দলীয় কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক ও করা হয় |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *