September 11, 2024
Sevoke Road, Siliguri
রাজনীতি

POLITICS : বিরোধী মানসিকতাদের দলে স্বাগত : জীবেশ সরকার

শিলিগুড়ি , ১৪ ডিসেম্বর : আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা বামফ্রন্ট । পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূল এবং বিজেপি বিরোধী লড়াই লড়তে চলেছে বামফ্রন্ট । তাতে যদি তৃণমূল ও বিজেপি বিরোধী মানসিকতার কেউ তাদের দলে আসতে চায় তাহলে বামফ্রন্টের দরজা খোলা রয়েছে বলে জানান দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার ।

বুধবার শিলিগুড়ি সিপিএমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক বৈঠক করে এমনটাই বললেন জীবেশ সরকার । তিনি বলেন স্বৈরাচারী শাসনের সবচাইতে বড় শিকার হয়েছে পঞ্চায়েত এলাকাগুলি । তৃণমূল কংগ্রেসের আমলে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে ওই এলাকা । তার মধ্যে একটি হল ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা এলাকা । বামফ্রন্টের আমলে পঞ্চায়েত এলাকায় বসবাসকারী মানুষেরা স্বাধীন ছিল এবং ভাল ছিল বলে দাবি করেন । কিন্তু তৃণমূলের আমলে তারা দুর্নীতির শিকার।

ফলে তাদেরকে আবারও ভালো জায়গায় ফেরাতে তৃণমূল এবং বিজেপিকে হারাতে হবে । এই দুই দল বিরোধী কোন বিশিষ্ট মানুষ বা সংস্থার সঙ্গে যুক্ত কেউ দলে জুড়তে চাইলে বামফ্রন্ট এর দরজার খোলা রয়েছে বলে তিনি জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *