October 30, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Siliguri : অনির্দিষ্ট কালের জন্য বেসরকারি বাস বনধের ডাক

শিলিগুড়ি , ১৬ ডিসেম্বর : অনির্দিষ্ট কালের জন্য বন্ধ শিলিগুড়ি থেকে বেসরকারি বাস চলাচল |

শিলিগুড়ি থেকে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিল শিলিগুড়ির বেসরকারি বাসের চালক ও শ্রমিকরা । যার ফলে ভোগান্তির শিকার হচ্ছে আম জনতা । কার্যত পুলিশি হয়রানির অভিযোগ তুলে এই আচমকা বাস ধর্মঘটের ডাক । শিলিগুড়ির কোর্টমোড় থেকে প্রতিদিন একাধিক বেসরকারি বাস চলাচল করে | তবে বাস ধর্মঘটের ফলে শুক্রবার সকাল থেকে একটিও বেসরকারি বাস রাস্তায় বের হয়নি ।

আচমকা বাস ধর্মঘটের কারণে সমস্যায় ভুগতে হচ্ছে সেই সমস্ত মানুষদের | সকাল থেকে বাসের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের | বেসরকারি বাস বন্ধ থাকার ফলে সরকারি বাসের ওপরই ভরসা করতে হয় যাত্রীদের । তবে এ বিষয়ে এখনও বেসরকারি বাসের মালিকদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *