December 7, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Siliguri : বাইক চুরির চেষ্টার অভিযোগ মহিলার বিরুদ্ধে

শিলিগুড়ি , ২ ফেব্রুয়ারী : রিকশায় এসে দিনে দুপুরে চুরির চেষ্টা এক গৃহস্থের বাড়ি থেকে । একটি বাইক চুরি করে পালানোর চেষ্টা করছিল এক মহিলা বলে অভিযোগ । ভর দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি পুরনিগমের ১৬ নং ওয়ার্ডের হাকিমপাড়া এলাকায় ।

বাইক চুরি করে পালিয়ে যাচ্ছিল অভিযুক্ত বলে স্থানীয়দের অভিযোগ । হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা । স্থানীয় সূত্রে জানা গিয়েছে , এক মহিলা একটি রিকশা ভাড়া করে নিয়ে এসেছিল । সঙ্গে ছিল আরও দুটি ভ্যান । সেই ভ্যানে করেই নিয়ে যাওয়া হচ্ছিল বাইকটিকে বলে অভিযোগ । তারা দেখতে পেয়ে তড়িঘড়ি ওই মহিলাকে আটক করে । দীর্ঘক্ষণ তাকে বেঁধে ও রাখা হয়।

খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশকে । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মহিলা সহ ভ্যান ও রিকশা চালককে আটক করে নিয়ে যায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *