December 8, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Crime : একাধিক অপরাধ চক্রের পর্দা ফাঁস , গ্রেপ্তার মোট ৫

শিলিগুড়ি , ২ ফেব্রুয়ারী : সোনা পরিষ্কারের নামে প্রতারণা চক্রের পর্দা ফাঁস | এই ঘটনায় বিহার থেকে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ । ধৃতদের বাড়ি বিহারের ভাগলপুরে ।


বৃহস্পতিবার শিলিগুড়ি , প্রধাননগর থানায় এক সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এডিসিপি শুভেন্দ্র কুমার বলেন বেশ কিছুদিন ধরেই শিলিগুড়িতে সোনা পরিস্কারের নামে সোনার গয়না চুরির ঘটনা ঘটছিল | শিলিগুড়ির বিভিন্ন থানায় এই সংক্রান্ত অভিযোগ ও জমা পড়ছিল। এরপরেই এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে এর পেছনে পাশের রাজ্য বিহারের একটি চক্র কাজ করছে । এরা বাইকে করে বিহারের ভাগলপুর থেকে শিলিগুড়িতে এসে বিভিন্ন জায়গায় সোনা পরিস্কারের নামে মানুষের চোখে ধুলো দিয়ে সোনার গয়না নিয়ে চম্পট দিত ।

অভিযুক্তদের নাম শম্ভু শাহ এবং তার এক নাবালক ছেলে । এই খবর পেয়েই ভাগলপুরের অভিযান চালিয়ে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানা এবং প্রধাননগর থানার পুলিশ । তাদের কাছ থেকে ৯০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে ।

পাশাপাশি বাইক চুরি চক্রের পর্দা ও ফাঁস করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ । বাইক চুরির অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করল পুলিশ । নাম অনুপ রায় , ভোলানাথ রায় এবং চঞ্চল মাঝি ।


বৃহস্পতিবার শিলিগুড়ি প্রধাননগর থানায় এক সাংবাদিক বৈঠক করে এডিসিপি শুভেন্দু কুমার বলেন , বেশ কিছুদিন ধরেই শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাইক সহ অন্যান্য গাড়ি চুরির খবর পাওয়া যাচ্ছিল | এর পরেই তদন্তে নেমে বাইক চুরি চক্রের তিন জনকে গ্রেপ্তার করল , প্রধাননগর থানার পুলিশ । ধৃতদের আদালতে তুলে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ । তাদের জিজ্ঞাসাবাদ করে একটি গাড়ি সহ বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *