September 9, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Water : পলি জমার কারণে জল সমস্যা

শিলিগুড়ি , ২৮ ডিসেম্বর : এখন থেকে মাসে দুটো করে এমআইসি মিটিং করার সিদ্ধান্ত পুরনিগমের । সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ দ্বিতীয় এমআইসি মিটিং হয় শিলিগুড়ি পুরনিগমে ।
আজকের এমআইসি মিটিংয়ে মূলত শহরের জল সমস্যা নিয়ে আলোচনা হয় ।

এ বিষয়ে ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েছেন , আগামী ৪ তারিখ জল সমস্যা নিয়ে একটি রিভিউ মিটিং হবে । যে মিটিং এ পিএইচই সমেত আরও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকবেন । মূলত পলি জমার জন্য জল সমস্যা হচ্ছে শিলিগুড়িতে | তবে পলি জমা কিভাবে রোধ করা যায় তা নিয়েই আলোচনা হবে গত ৪ তারিখের রিভিউ মিটিং এ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *