September 9, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

SILIGURI : ‘স্মার্ট পুরসভা’পাচ্ছে শিলিগুড়িবাসী

শিলিগুড়ি , ৩১ ডিসেম্বর : আগামী নতুন বছরে “স্মার্ট পুরসভা” পাবে শিলিগুড়িবাসী , জানালেন মেয়র গৌতম দেব ।
শিলিগুড়ি পুরনিগমের সমস্ত পরিষেবা সম্পূর্ণরূপে অত্যাধুনিকভাবে গড়ে তোলা হবে , সেই কাজেরই এক প্রকার সূচনা হল শনিবার পিওএস মেশিনের বিতরণের মধ্য দিয়ে ।


শনিবার শিলিগুড়ি পুরসভার উদ্যোগে স্থানীয় রবীন্দ্র মঞ্চ থেকে অত্যাধুনিক পদ্ধতিতে কর আদায়ের জন্য পুর কর্মীদের হাতে পি ও এস মেশিন তুলে দেওয়া হয় । এদিন মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উপস্থিতিতে এই মেশিন গুলি তুলে দেওয়া হয় ।

মেয়র জানান অত্যাধুনিক মাত্রায় কর আদায়ের জন্য একটি বেসরকারি ব্যাংকের সহযোগিতায় এই পিওএস মেশিন গুলি ৫০ জন কর্মীর হাতে তুলে দেওয়া হল । আগামীতে পুরসভার সমস্ত পরিষেবা অত্যাধুনিক মাত্রায় করার উদ্যোগ গ্রহণ করেছে শিলিগুড়ি পুরসভা , সেই উদ্যোগের সূচনা হল এই কর্মসুচির মধ্য দিয়ে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *