September 15, 2024
Sevoke Road, Siliguri
জীবনধারা

Siliguri : নির্মল সাথীদের উৎসাহ দিতে শীতের পোশাক প্রদান

শিলিগুড়ি , ১৪ ডিসেম্বর : নতুন নির্মল সাথীদের কাজের প্রতি উৎসাহ ও শীতের হাত থেকে রেহাই দিতে শিলিগুড়ি পুরসভার ২৫ নম্বর ওর্য়াড কমিটির উদ্যোগে শীতের পোশাক প্রদান করা হল আজ ।


শিলিগুড়ি পুরনিগমের অধীন ২৫ নম্বর ওর্য়াড কমিটি ও জঞ্জাল অপসারণ বিভাগের উদ্যোগে বুধবার ২৫ নম্বর ওর্য়াডের শিশু উদ‍্যানে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ‍্য দিয়ে ১৬ জন নবাগত নির্মল সাথী বন্ধুদের নুতন শীতের জ‍্যাকেট দেওয়া হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ওর্য়াডের নাগরিকরা ছাড়াও উপস্থিত কাউন্সিলর তথা বোরো চেয়ারম্যান জয়ন্ত সাহা ও ওর্য়াডের প্রাক্তন কাউন্সিলর সীমা সাহা নির্মল সাথীদের হাতে জ‍্যাকেট তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *