December 21, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ খেলা

Sports : স্থানীয় খেলোয়াড়দের প্রোটিনের অভাব রয়েছে : প্রশান্ত চন্দ

শিলিগুড়ি , ১৫ ডিসেম্বর : শিলিগুড়িতে প্রচুর নতুন খেলোয়াড় রয়েছে তাদের সঠিক তদারকি করলে ভাল খেলোয়াড় তৈরী করা সম্ভব | এদের সমস্যা একটাই , এদের শরীরে প্রচুর প্রোটিন প্রয়োজন আন্তর্জাতিক ক্রিকেট কোচ শিলিগুড়ির ছেলে প্রশান্ত চন্দ এমনটাই বললেন । শিলিগুড়ি শহরের ছেলে তিনি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের টানে বার বার ছুটে আসেন।বর্তমানে প্রশান্তবাবু দুবাইতে ক্রিকেটের কোচিং করান ।

কয়েকদিনের ছুটিতে শিলিগুতে এসেই মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে মিলিত হন এবং সেখানে তিনি বোলিং , ব‍্যাটিং , ফিল্ডিং এর আধুনিক টেকনিক্যাল পদ্ধতি সম্পর্কে টিপস দেন খেলোয়াড়দেরকে । এই প্রসঙ্গে প্রশান্ত চন্দ জানান , শিলিগুড়ি শহর খুব ভালো ও এখানে প্রচুর প্রতিভা লুকিয়ে আছে | তাদের বের করে আনতেই বারবার ছুটে আসেন তিনি । তার কথায় বড় খেলার উপযুক্ত স্টেডিয়াম রয়েছে | যত গুড় দেবেন তত মিষ্টি হবেই | কিন্তু যতটুকু রয়েছে সেটুকু দিয়ে অনুশীলন করতে হবে এবং ভালো খেলোয়াড় হতে হবে । এছাড়াও এই খেলোয়াড়দের সঙ্গে দীর্ঘক্ষণ থাকার পর যা বোঝা গেল যে এদের প্রচুর প্রোটিন প্রয়োজন । খেলাধুলা করতে গেলে শরীরটা আগে ভালো রাখতে হবে বলেও তিনি জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *