December 8, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ দার্জিলিং

Crime : শিলিগুড়ির কিশোরী উদ্ধার সোদপুরে

শিলিগুড়ি , ২১ ডিসেম্বর : শিলিগুড়ির পাচার হওয়া আদিবাসী নাবালিকা উদ্ধার হল সোদপুরে | নাবালিকা উদ্ধারকে ঘিরে এলাকায় উত্তেজনা | ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ |

শিলিগুড়ি বিধাননগর এলাকার এক আদিবাসী নাবালিকাকে পাচার করে দুষ্কৃতীরা নিয়ে গিয়েছিল সোদপুরে । সোদপুর ৮ নম্বর রেলগেট এলাকায় নাবালিকাকে ছেড়ে রেখে পালিয়ে যায় পাচারকারীরা | এলাকার মানুষের সন্দেহ হওয়ায় তারা নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে । নাবালিকা মেয়েটি যথেষ্ট আতংকিত হয়ে পড়েছিল ।

পাচারকারীর খোঁজে স্থানীয় বাসিন্দারা এলাকায় তল্লাশি চালিয়ে না পাওয়াতে তারপর খড়দহ থানার পুলিশকে খবর দেয় । খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে এসে নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করায় মেয়েটি জানায় , দু’জন ব্যক্তি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভুলিয়ে শিলিগুড়ি বিধাননগর এলাকা থেকে নিয়ে আসে । নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে খড়দহ থানায় নিয়ে যায় পুলিশ । এই ঘটনাকে কেন্দ্র করে সোদপুর ৮ নম্বর রেলগেট এলাকায় উত্তেজনা তৈরি হয় |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *