September 11, 2024
Sevoke Road, Siliguri
জীবনধারা

Siliguri : দু:স্থ শিশুদের নিয়ে পিকনিকের আয়োজন

শিলিগুড়ি , ২৩ জানুয়ারী : নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে দাগাপুরের একটি পার্কে প্রায় ২০০ দু:স্থ শিশুদের নিয়ে দিনভর পিকনিক সহ একাধিক আনন্দময় কর্মসূচী গ্রহন করল লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ।

সকালের টিফিন থেকে শুরু করে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় এদিন তাদের জন্য । পাশাপাশি তাদের স্কুলের ব্যাগ সহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয় ।

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক গভর্নর হেমন্ত কুমার আগরওয়াল জানান , লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল সারা বছর মানুষের সেবায় ব্রতী থাকে | এই কর্মসুচি শুধুমাত্র গরীব শিশুদের আনন্দ দেওয়া । শিশুরা দিনভর খাওয়া দাওয়া সহ বিভিন্ন আনন্দ উপভোগ করবে ।এদিন দু’জন বিশেষ চাহিদা সম্পন্নকে হুইল চেয়ার ও প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *