September 11, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ উত্তরবঙ্গ ঘটনা

Siliguri Police : অনলাইন মাধ্যমকে ব্যবহার করে দেহ ব্যবসা , গ্রেপ্তার মহিলা সহ ৩

শিলিগুড়ি , ২৩ ডিসেম্বর : অনলাইন মাধ্যমকে ব্যবহার করে দেহ ব্যবসার ছক বানচাল করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মহিলা থানার পুলিশ । ঘটনায় প্রধাননগর এলাকা থেকে গ্রেপ্তার এক মহিলা সহ তিনজন । শুক্রবার সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানান ACP শুভেন্দ্র কুমার ।

তিনি জানান , দীর্ঘদিন ধরে অনলাইনে মোবাইল ফোনে মহিলাদের ছবি পাঠিয়ে দেহ ব্যবসা চালাচ্ছিল একটি দল । গোপন সূত্রে খবরের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল রাতে প্রধাননগর এলাকা থেকে চন্দনা সাহা নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয় । তাকে জিজ্ঞাসাবাদ করে সম্রাট সরকার ও মিজানুর ইসলামের নাম উঠে আসে | তাদের দু’জনকে ও গ্রেপ্তার করা হয় ।

এই তিনজনের কাছ থেকে তিনটি মোবাইল ফোন , একটি মোটর সাইকেল , একটি স্কুটি বাজেয়াপ্ত করা হয় ।

এ ঘটনায় আরও একজনের নাম উঠে এসেছে । সে পলাতক রয়েছে । তার খোঁজ শুরু করেছে পুলিশ । ধৃতদের শুক্রবার ১০ দিনের পুলিশী হেফাজতের আবেদন জানিয়ে শিলিগুড়ি আদালতে তোলা হয় । ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *