শিলিগুড়ি , ২১ ডিসেম্বর : স্বামী স্ত্রীর মধ্যে বচসার জেরে স্ত্রীর খুনের অভিযোগ । ঘটনায় মৃত্যু হয়েছে ওই মহিলার । মৃতার নাম অনিতা দাস । এদিকে ঘটনার পরই মৃতার স্বামীকে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানার অধীন আশিঘর ফাঁড়ির পুলিশ । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , ওই দম্পতি ডাবগ্রাম ২ গ্রাম পঞ্চায়েত এলাকার মাঝাবাড়ির বাসিন্দা । পেশায় দিনমজুর । অন্যান্য দিনের মত বুধবার কাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা ৷ তবে পূর্ব চয়ন পাড়া এলাকায় পৌঁছতেই তাদের মধ্যে বচসা শুরু হয় । স্থানীয় সূত্রে খবর সে সময় আচমকাই অজিত দাস তার স্ত্রীর ওপর ইট দিয়ে আঘাত করতে থাকে বারবার । ঘটনায় গুরুতর জখম মহিলাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর মৃতার স্বামী এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও শেষ অবধি পুলিশের জালে ধরা পড়ে সে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ।

 
					
 
																		 
																		 
																		 
																		 
																		