September 9, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Rail Gate : ট্রাকের ধাক্কায় লেভেল ক্রসিংয়ের গেট ভাঙল

শিলিগুড়ি , ১০ জানুয়ারী : ট্রাকের ধাক্কায় লেভেল ক্রসিংয়ের গেট ভেঙে বিপত্তি । ঘটনাটি শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এর গোরামোড় এলাকার । রেল সূত্রে খবর মঙ্গলবার সকালের দিকে একটি ফুল পঞ্জাব ট্রাক দ্রুত গতিতে এসে ওই লেভেল ক্রসিংয়ের গেটে ধাক্কা মারলে গেটটি ভেঙে যায় ।

পাশাপাশি রেল লাইনের উপরে থাকা বৈদ্যুতিক তারের ক্ষতি হয় । যার জন্য বেশ খানিকক্ষণ ওই পথে ট্রেন চলাচল বিঘ্নিত হয় । পরে নিউ জলপাইগুড়ি থেকে রেল কর্মীরা এসে দ্রুততার সঙ্গে লেভেল ক্রসিংয়ের গেট এবং বৈদ্যুতিক তারের মেরামত করার কাজ শুরু করেন ।

অন্যদিকে রেল সূত্রে খবর , রেলের সুরক্ষা অনুযায়ী ওই ট্রাকের চালকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *