January 7, 2025
Sevoke Road, Siliguri
ঘটনা

Accident : অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় গুরুতর জখম সদ্যোজাত সহ পাঁচ

শিলিগুড়ি , ১৪ ডিসেম্বর : অ্যাম্বুলেন্স ও গ্যাসের ট্যাঙ্কার মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম সদ্যোজাত সহ পাঁচ জন।

ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাসের ৩১ নম্বর জাতীয় সড়কের গোয়ালটুলি মোড় এলাকায় ।
দুর্ঘটনার খবর জানতেই তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে উদ্ধারের কাজ শুরু করে । অ্যাম্বুলেন্সে থাকা গুরুতর জখম সদ্যোজাত শিশু ও পাঁচ জনকে উদ্ধার করে ফাঁসিদেওয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় | সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে জখমদের ।


স্থানীয় সূত্রে জানা গেছে , ইসলামপুর থেকে অ্যাম্বুলেন্সটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে অন্তঃসত্ত্বা মাকে ভর্তি করার জন্য নিয়ে যাচ্ছিল ।

খবর পেয়ে পৌঁছে বিশাল পুলিশ বাহিনী | ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে | পরে দমকলের একটি ইঞ্জিন এসে গ্যাসের ট্যাঙ্কারটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *