September 9, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Accident : মংপংয়ের কাছে গাড়ি দুর্ঘটনায় , মৃত ৪

শিলিগুড়ি , ২৮ জানুয়ারী : বিয়েবাড়ি থেকে ফেরার পথে মংপংয়ের কাছে দুর্ঘটনা , মৃত ৪ |

বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের । গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে মংপংয়ের কাছে রুংডুং সেতুতে । মৃতদের মধ্যে দু’জন শিলিগুড়ির বাসিন্দা । মৃত্যু হয়েছে , শাহিল শেখ (২৩) এবং শুক্লা কুন্ডু ( ৫৭) এর । এছাড়া রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা তিলক মন্ডল (৩৪) এবং মুর্শিদাবাদের রাজু শেখ (২৬)। দুর্ঘটনায় আহত হয়েছেন ৭ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

গাড়িটি বানারহাট থেকে ফিরছিল । পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ । গুরুতর আহত অবস্থায় সবাইকে উদ্ধার করে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা । বাকি ২ জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় । বাকিরা চিকিৎসাধীন রয়েছেন । ঘটনার তদন্ত করছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *