December 6, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Siliguri : শহরের অবৈধ নির্মাণ নিয়ে মেয়রকে জানালেন নাগরিক

শিলিগুড়ি , ১৪ জানুয়ারী : প্রত্যেক শনিবারের মত টক টু মেয়র অনুষ্ঠান ছিল আজ । এই টক টু মেয়র অনুষ্ঠানে সাধারণ মানুষ জানাচ্ছে নিজেদের নানান অভিযোগ । কিন্তু বেশিরভাগ দিন দেখা যাচ্ছে টক টু মেয়র অনুষ্ঠানে যে অভিযোগগুলি আসে তার মধ্যে মূল দুটি অভিযোগ হল শহরের পানীয় জলের অভাব এবং দ্বিতীয় বড় অভিযোগ হল অবৈধ নির্মাণ ।

আজকের টক টু মেয়র অনুষ্ঠানেও শহরের ৪৭ নম্বর ওয়ার্ড থেকে এক মহিলা ফোন করে ৪৭ নম্বর ওয়ার্ডে ২টি অবৈধ নির্মাণের কথা বলে । পাশাপাশি আরও এক ওয়ার্ড থেকে উঠে আসে অবৈধ নির্মাণ সংক্রান্ত অভিযোগ । প্রায় প্রতিদিনকার টক টু মেয়র অনুষ্ঠানে এভাবে অবৈধ নির্মাণ সংক্রান্ত অভিযোগ উঠে আসছে মেয়রের কাছে । এ বিষয়ে মেয়র গৌতম দেব জানিয়েছে ইতিমধ্যে বেশ কয়েকটি অবৈধ নির্মাণ ভাঙ্গা হয়েছে । বাকি অবৈধ নির্মাণ গুলির বিরুদ্ধে নোটিশ করা হয়েছে । পরবর্তী দিনে জোড় পদক্ষেপ নেওয়া হবে।

শিলিগুড়ি পুরনিগমে তৃণমূলের বোর্ড আসার পর নতুন ভাবে অবৈধ নির্মাণ গড়ে উঠেছে এমনটা খুব কম রয়েছে । পুরানো অবৈধ নির্মাণ গুলির বিরুদ্ধে ও ব্যবস্থা নেওয়া হচ্ছে শিলিগুড়ি পুরনিগমের তরফে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *