December 8, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Alipurduar : পর্যটকদের জন‍্য খুলে গেল কোদালবস্তি সি সি লাইন

আলিপুরদুয়ার , ২৯ ডিসেম্বর : আজ থেকে পর্যটকদের জন‍্য খুলে গেল কোদালবস্তি সি সি লাইন । বনমন্ত্রী জ‍্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে খুলে যায় সি সি লাইন।
উল্লেখ্য গত ৭ জুন মুখ‍্যমন্ত্রী আলিপুরদুয়ারে এসেছিলেন সে সময় তিনি কোদালবস্তি পরিদর্শনে এসেছিলেন | তখন কোদালবস্তি এলাকার বাসিন্দারা মুখ‍্যমন্ত্রীর কাছে আবেদন করেছিল সিসি লাইন পর্যটকদের জন‍্য খুলে দেওয়ার | ওই সময় মুখ‍্যমন্ত্রী গ্ৰামবাসীদের বলেছিল সিসি লাইন শীঘ্র খুলে দেওয়া হবে। এদিন বনমন্ত্রী জ‍্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে কোদালবস্তি সি সি লাইন খুলে যায় ।


এদিন বনমন্ত্রী জানান , জঙ্গল নিয়ে বেশ কিছু পরিকল্পনা আছে । পর্যটকদের আকর্ষণ করতে জঙ্গল ও জঙ্গল সংলগ্ন যে কটেজ গুলো আছে সেগুলোর সংখ্যা বাড়ানো হবে | এছাড়া নতুন নতুন কটেজ খোলা হবে । এছাড়া জঙ্গল সংলগ্ন এলাকায় মোবাইল টাওয়ার বসানো হবে |

এদিন বনমন্ত্রী বলেন তৃণমূল থেকে যারা বিজেপিতে গিয়েছে তারা বিজেপিকে গ্ৰাস করছে । বিজেপির নেতাদের মধ‍্যে একতা নেই বলে দাবি করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *