April 19, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা বিনোদন

Alipurduar : সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন সৌভিক দে সরকার

আলিপুরদুয়ার , ২ জানুয়ারী : তেলুগু সাহিত্যিক ওয়াই বি সত্যনারায়ণের ‘মাই ফাদার বালাইয়া’ নামের এক দলিত তেলুগু পরিবারের আত্মকথা বাংলায় অনুবাদ করে এ বছর সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন আলিপুরদুয়ারের সৌভিক দে সরকার ।

তিনি আলিপুরদুয়ারের গোবিন্দ হাইস্কুলের ইংরেজি শিক্ষক । উত্তরবঙ্গ থেকে অমিয়ভূষণ মজুমদার , গিরিজাশঙ্কর রায় , জীবন রাণার পর চতুর্থ ব্যক্তি হিসেবে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন সৌভিক । তার পুরস্কার প্রাপ্তির কথা জানাজানি হতেই আলোড়ন তৈরি হয়েছে আলিপুরদুয়ারের সাহিত্য চর্চার আঙিনায় ।

সৌভিকবাবু বলেন , ‘ অনুবাদ সাহিত্য আমাকে ভীষণ ভাবে টানে । ২০১৭ সালে তিনি ওই তেলুগু সাহিত্য কর্মটির প্রতি আকর্ষণ অনুভব করেন । মূলত দলিতদের ঠিক কী ভাবে দক্ষিণ ভারতে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে অসম লড়াইয়ে নেমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হয়েছে , দেড়শো বছরের সেই ইতিহাস বইটির মূল উপজীব্য বিষয় । বইটি অনুবাদ করতে তার প্রায় দেড় বছর সময় লেগেছে । যে কোনও পুরস্কারই সম্মানের , সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়ে সুখানুভূতি হচ্ছে বলে তিনি জানান ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *