December 30, 2024
Sevoke Road, Siliguri
রাজনীতি

Siliguri : পুনর্বাসনের দাবি

শিলিগুড়ি , ১৩ ডিসেম্বর : শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী থাকাকালীন সাহুডাঙ্গিতে উচ্ছেদ হওয়া বাসিন্দাদের বসতি অধিকারপল্লীতে বসিয়েছিলেন । সেই বসতি উচ্ছেদ করে সেখানে বেআইনি গোডাউন তৈরী চক্রান্ত করছে এক শ্রেনীর মানুষ | এই অভিযোগ এনে মেয়র গৌতম দেবের দ্বারস্থ হয় দার্জিলিং জেলা সিপিআই ।

এছাড়াও আরেকটি অনুরোধ নিয়ে মেয়রের কাছে উপস্থিত হন তারা । মাস খানেক আগে ১৮ নম্বর ওর্য়াডের ক্ষুদিরাম কলোনীর বাসিন্দারা অগ্নিকান্ডের ঘটনায় আশ্রয়হীন হন । সেই অসহায় মানুষ গুলোকে অতি শীঘ্রই ঘর বানিয়ে দেবার অনুরোধ জানান দলের পক্ষে পার্থ মৈত্র , অনিমেষ বোস ,লক্ষ্মী মাহাতো ,জোতি দে সরকার ও অন‍্যান‍্যরা । দলের পক্ষে পার্থ বাবু জানান , মেয়র তাদের দাবি যথাযোগ্যতার সঙ্গে দেখবেন বলে জানিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *