December 21, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Siliguri : শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনায়

শিলিগুড়ি , ১৮ জানুয়ারী : সর্বভারতীয় ১৭ তম CITU সন্মেলনের আসর বসছে ব‍্যাঙ্গালুরুতে । ১৮ জানুয়ারী থেকে ২২ জানুয়ারী পর্যন্ত চলা এই সন্মেলনে মূলত শ্রমিক শ্রেনীর ওপর শোষণ ও আগামী দিনে শ্রমিকদের বিভিন্ন দাবি পুরণ নিয়ে আলোচনা হবে ।

এই সন্মেলনকে দিকে দিকে ছড়িয়ে দিতে ও সার্থক করে তুলতে আজ হিলকার্ড রোডের CITU কার্যালয়ের সামনে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদদের শ্রদ্ধা জানান সংগঠনের সদ্যসারা | শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা ।

দার্জিলিং জেলার CITU এর জেলার সম্পাদক মন্ডলীর সদস‍্য জানান মূলত শ্রমিকদের জন্য এই সন্মেলন অনুষ্ঠিত হচ্ছে । এর মধ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন শ্রমিক শোষণ নীতির বিরুদ্ধে আলোচনা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *