September 11, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Health : স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় মকড্রিল

শিলিগুড়ি , ২৭ ডিসেম্বর : কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ মত করোনা পরিস্থিতি মোকাবিলা করতে মকড্রিল করল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল । মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক , অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা , বায়োটেকনোলজি ইঞ্জিনিয়াররা মিলে কোভিড ব্লকের পরিস্থিতি খতিয়ে দেখেন । স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী সেই তথ্য অনলাইনে পাঠানো হবে স্বাস্থ্য দপ্তর ও মন্ত্রককে । সেই তথ্য অনুযায়ী গোটা দেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ করবে স্বাস্থ্য মন্ত্রক বলে জানা গিয়েছে ।


উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের কোভিড ব্লকে ১১০ টি শয্যা রয়েছে । সব মিলিয়ে মোট ২৪১ টি শয্যা রয়েছে । তার মধ্যে ৯৫ টি রয়েছে এইচডিইউ শয্যা । সঙ্গে হাসপাতালের অক্সিজেন প্লান্ট ও ভেন্টিলেটরের পরিস্থিতি খতিয়ে দেখেন আজ বিশেষজ্ঞরা । মোট ১৮ টি ভেন্টিলেটর রয়েছে হাসপাতালে বলে জানা গিয়েছে । তবে কিছু কানেক্টরের প্রয়োজন রয়েছে যার আবেদন হাসপাতালের তরফে স্বাস্থ্য দপ্তর ও স্বাস্থ্য মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *