December 9, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Police : মারধরের অভিযোগ , অধরা অভিযুক্ত

শিলিগুড়ি , ২ ডিসেম্বর : দুই ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল শিলিগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার বিরুদ্ধে । ইতিমধ্যেই ওই যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দুই ব্যক্তি ৷ তবে , অভিযোগ পাওয়া সত্বেও পুলিশের কাছে অধরা অভিযুক্ত ।


অভিযোগ সোমবার সকালে শিলিগুড়ির সুকান্ত নগরের বাসিন্দা বাপী দাস বাইক নিয়ে ১৫ নম্বর ওয়ার্ডের মঙ্গলপান্ডে সরনী দিয়ে তার কর্মস্থলের দিকে যাচ্ছিলেন ৷ সেই সময় তার দলবল নিয়ে বাপীর রাস্তা আটকায় বিক্রম বলে অভিযোগ । নিদান দেন এই রাস্তা দিয়ে বাপী যেতে পারবে না । বাপী কারন জানতে চাইলে তাকে বিক্রম ও তার দলবল বেধরক মারধর করে বলে অভিযোগ । বাপী বিক্রমের নামে পানিট্যাঙ্কি ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন ।

এরপর শিলিগুড়ির কোর্ট মোড়ের কাছে একটি লটারি দোকানের সামনে সুভাষপল্লীর বাসিন্দা অমরজিত পালকে গালিগালাজ করে প্রতিবাদ করতে অমরজিতকে বেধরক মারধর করে বিক্রম বলে অভিযোগ । বিক্রমের বিরুদ্ধে শিলিগুড়ি থানার অভিযোগ দায়ের করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *