October 6, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ জীবনধারা

Rally : হাম – রুবেলা দূরীকরণে সচেতনতা পদযাত্রা

শিলিগুড়ি , ৭ জানুয়ারী : হাম – রুবেলা দূরীকরণে পদযাত্রা । আগামী ৯ তারিখ থেকে হাম-রুবেলা রুখতে দার্জিলিং জেলা সমতলে শুরু হচ্ছে টিকাকরণ । সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এদিন এক পদযাত্রা আয়োজন করা হয় ।

শিলিগুড়ি পুরনিগম উদ্যোগে ও শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় পদযাত্রায় অংশগ্রহণ করে পুরনিগমের স্বাস্থ্য বিভাগের কর্মীরা এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও পড়ুয়ারা । শনিবার পদযাত্রাতে অংশগ্রহণ করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব , স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ দুলাল দত্ত , জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ পুর নিগম ও প্রশাসনিক আধিকারিকরা ।

পদযাত্রাটি শিলিগুড়ি বাঘাযতীন ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে । উল্লেখ্য আগামী ৯ তারিখ থেকে সমতলে টিকাকরণ শুরু হলেও পাহাড়ের স্কুল বন্ধ থাকায় চলতি মাসের ১৫ তারিখ থেকে পাহাড়ের টিকাকরণ শুরু হবে বললে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *