November 5, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Allegation : অবৈধভাবে নিকাশী নালা তৈরির অভিযোগ

শিলিগুড়ি , ১৬ ডিসেম্বর : শিলিগুড়ি একটিয়াশাল পাইপলাইন এলাকায় নিকাশী নালা নির্মাণের কাজ বন্ধ করে প্রতিবাদে সামিল হল এলাকাবাসীরা । স্থানীয়দের অভিযোগ বেআইনিভাবে ওই নিকাশী নালা তৈরি করা হচ্ছে । এর ফলে সামান্য বৃষ্টি হলেই এলাকা জলমগ্ন হয়ে পড়বে । তাই এই অবৈধ নির্মাণকে কোনভাবেই মেনে নেওয়া হবে না ।

এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডাবগ্রাম ২ নং গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি | তিনি বলেন কোনরকম অনুমতি ছাড়া ওই এলাকায় নিকাশী নালা নির্মাণের কাজ হচ্ছিল | বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়ার পর দেখা যায় এই কাজটি SJDA এর নয় , পঞ্চায়েতেরও নয় । তবে কি ভাবে ওই নির্মাণের কাজ করা হচ্ছে এই প্রশ্ন তোলেন তিনি এবং এলাকাবাসীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *