December 22, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Siliguri : মেয়রের বিরুদ্ধে অসযোগীতার অভিযোগ বামেদের

শিলিগুড়ি , ২৫ ডিসেম্বর : মেয়রকে জানিয়েও সংস্কার হয়নি ওয়ার্ডের রাস্তা | অভিযোগ তুলে শিলিগুড়ি ২২ ওয়ার্ড কাউন্সিলার দীপ্ত কর্মকারের । রবিবার বাম দলীয় কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেয়রের বিরুদ্ধে অসযোগীতার অভিযোগ তোলার পাশাপাশি মেয়রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন বাম কাউন্সিলররা ।

বিগত কয়েক মাস আগে লিখিত ভাবে জানিয়েও কোনো কাজ হয়নি বলে ও দাবি করেন দীপ্ত কর্মকার । এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বাম নেতা জীবেশ সরকার , কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী , মৌসুমী হাজরা ।

পাশাপাশি শিলিগুড়ি বর্তমান আইন পরিস্থিতি ভেঙে পড়েছে বলে ও অভিযোগ করেন জীবেশ সরকার । একের পর এক শহরে হওয়া ঘটনায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য শিলিগুড়িতে বেড়ে চলেছে বলে ও অভিযোগ করেন জীবেশ বাবু ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *