September 11, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Himalyan : হিমালয়ান কার্নিভ্যাল আয়োজিত হতে চলেছে

শিলিগুড়ি , ২৪ জানুয়ারী : আগামী ২৭, ২৯ ও ৩০ তারিখ আয়োজিত হতে চলেছে তৃতীয় বেঙ্গল হিমালয়ান কার্নিভ্যাল। হিমালয়ান হসপিটালিটি এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের সহযোগিতায় এই কার্নিভালের আয়োজন করা হচ্ছে ।

মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন আয়োজক সংস্থার সদস্যরা । এদিন তারা জানান , এবছর বিজনবাড়ি , লাটাগুড়ি ও চুইখিম এলাকায় এই কার্নিভ্যাল আয়োজিত হবে। ২৭ তারিখ বিজনবাড়ি , ২৯ তারিখ লাটাগুড়ি ও ৩০ তারিখ কালিম্পঙ জেলার চুইখিম এলাকায় এই কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে।

এই কার্নিভ্যালের মধ্য দিয়ে ওই সমস্ত এলাকার ঐতিহ্য , সেখাকার সংস্কৃতি পর্যটকদের সামনে তুলে ধরা হবে । তার পাশাপাশি নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে । র‍্যালির মধ্য দিয়ে ২৭ তারিখ এর সূচনা হবে বিজন বাড়ি থেকে ।

কার্নিভ্যালের এই তিন দিন পর্যটকদের জন্য থাকার উপরে বিশেষ ছাড়ের ব্যবস্থা করছে আয়োজক সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *