December 30, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Water Problem : বর্তমান বোর্ডের কাজের তালিকা দেওয়া হবে : মেয়র

শিলিগুড়ি , ২৮ জানুয়ারী : যত সময় যাচ্ছে “টক টু মেয়রের” ফোনের সংখ্যা কমে আসছে | আজও মাত্র ৮ টি ফোন এসেছে । টক টু মেয়র শেষে মেয়রের বক্তব্য এক বছরের সমস্ত তথ‍্য ও কর্মকান্ড ।
ফেব্রুয়ারী মাসের ২২ তারিখ তৃণমূল কংগ্রেস পরিচালিত পুর বোর্ডের বর্ষপূর্তি । ওই দিনটিতে একটি ছোট অনুষ্ঠানের মধ‍্য গত ১ বছরে কি কি কাজ করতে পেরেছে বর্তমান বোর্ড আর কি কি অসম্পূর্ণ রয়েছে তা শিলিগুড়িবাসীর কাছে তুলে ধরা হবে বলে জানান মেয়র গৌতম দেব । আজ “টক টু মেয়রে” রাস্তা ও ড্রেন এর সমস্যা তুলে ধরেন সাধারণ নাগরিকেরা।

বিগত ১ বছরে প্রধান কাজের মধ্যে পানীয় জলের সমস‍্যা সমাধানের কথা তুলে ধরেন । তিনি আরও জানান বিগত ১ বছরে মেয়র রূপে ৩০টি ও পরিচালন সমিতির চেয়ারম্যান রূপে ৩টি মোট ৩৩ টি ফোনে মানুষের সঙ্গে কথা বলেছেন ।এই কথপোকথনে তিনি জানান মানুষ অনেক সচেতন এবং অনেক সমস্যা জানিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *