জয়গাঁ , ১২ নভেম্বর : এক অঞ্জাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করল জয়গাঁ থানার পুলিশ । আলিপুরদুয়ার জয়ঁগা থানার অন্তগত মেচিয়াবস্তি সংলগ্ন তোর্ষা নদী এলাকায় এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জয়ঁগা থানায় খবর দেয় । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে l মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ l