April 16, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Siliguri : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মীদের নিরাপত্তার দাবি

শিলিগুড়ি , ২৩ ডিসেম্বর : নিরাপত্তাহীনতায় ভুগছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা । নিরাপত্তার দাবি জানিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিল তারা ।
গত ২১ ডিসেম্বর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আসার ঠিক আগেই জমি আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনের সামনে মাইক বাঁধতে গেলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন । অভিযোগ , সেইসময় নিরাপত্তা আধিকারিক সুদাস লামাকে শারীরিক হেনস্তা করা হয় ।

ঘটনার পর আন্দোলনকারী অভিজিৎ সান্যাল মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করেন । এর বিরোধিতায় ক্ষোভ প্রকাশ করে শুক্রবার উপাচার্যকে লিখিত অভিযোগ জানান তারা।
নিরাপত্তা কর্মীদের পক্ষে হীরেন বর্মন জানান , তাদের আধিকারিক সুদাস লামাকে হেনস্থা করার অর্থ সকল কর্মীদের অপমান করা । তাই নিরাপত্তার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আবেদন জানিয়েছেন তারা ।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্র জানান , অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয় চত্বরে মাইক বাজানোর কোন নিয়ম নেই । নিরাপত্তা আধিকারিককে হেনস্থা করার ঘটনা কোনমতেই মেনে নেওয়া হবে না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *