December 30, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Accident : নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ট্রেলার , প্রাণে বাঁচলেন অনেকে

শিলিগুড়ি , ২০ জানুয়ারী : ফুলবাড়ীতে প্রাণহানির হাত থেকে রক্ষা পেল চারটি দোকানের মালিক ।
জাতীয় সড়করে ধারে নিয়ন্ত্রন হারিয়ে চারটি দোকান ভেঙে ভিতরে ঢুকে গেল একটি ট্রেলার গাড়ি । বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি মার্ডার মোড় এলাকায়। হতাহতের ঘটনা ঘটলেও ক্ষয়ক্ষতির পরিমান কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , গতকাল রাতে শিলিগুড়ির দিক থেকে আসা একটি মাল বোঝাই ট্রেলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা চারটি দোকানে ধাক্কা মারে । এই ঘটনার চারটি পাকা দোকান ভেঙে চুরমার হয়ে যায় ।

দুর্ঘটনার সময় দোকান বন্ধ থাকার কারণেই প্রাণহানি থেকে রক্ষা পেল বেশ কয়েকজন ।
যদিও গাড়ির চালক পালিয়ে যায় । এই দুর্ঘটনায় ফলে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানা গিয়েছে । ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । পুলিশ এসে গাড়িটি উদ্ধারের চেষ্টা করে ঘটনার তদন্ত শুরু করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *