October 30, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Bagdogra : বিমান বন্দরে শেষ শ্রদ্ধা জানান হল সেনা জওয়ানদের

শিলিগুড়ি , ২৪ ডিসেম্বর : উত্তর সিকিমে সেনা কনভয়ের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে শুক্রবার । গাড়িটি কয়েকশো ফুট নিচে পড়লে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় ট্রাকটি । যার ফলে ঘটনাস্থলেই ১৬ জন সেনার মৃত্যু হয় । মৃতদের মধ্যে তিনজন জুনিয়র কমিশনড অফিসার এবং ১৩ জন সেনা রয়েছে ।

সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে মৃতরা হলেন , বিহারের পাটনার বাসিন্দা নায়েক সুবেদার চন্দন কুমার মিশ্রা , পঞ্জাবের পাঠানকোটের বাসিন্দা ওঙ্কার সিং , দূর্গাপুরের বাসিন্দা হাবলদার গোপীনাথ মাকুর , রাজস্থানের যোধপুরের বাসিন্দা সুখা রাম , উত্তরাখন্ডের পন্তনগরের বাসিন্দা নায়েক রভিন্দর সিং থাপা , কেরালার পালাক্কাডের বাসিন্দা নায়েক বৈসাখ এস , বিহারের আরার বাসিন্দা নায়েক প্রমোদ সিং , উত্তরপ্রদেশের ইটার বাসিন্দা ভুপেন্দ্র সিং, উন্নাওয়ের বাসিন্দা শ্যাম সিং যাদব, মুজাফফরপুরের বাসিন্দা লোকেশ কুমার, হরিয়ানার ফতেহাবাদের বাসিন্দা গ্রেনেডিয়ার বিকাশ কুমার, ভিওয়ানির বাসিন্দা হাভলদার অরবিন্দ কুমার , হিসারের বাসিন্দা নায়েক সোমবীর সিং, রাজস্থানের জয়সলমেরের বাসিন্দা সুবেদার গুমন সিং, ঝুনঝুনুর বাসিন্দা নায়েক মনোজ কুমার রয়েছেন ।

বিমানবন্দরে তাদের শেষ শ্রদ্ধা জানান ভারতীয় সেনার মেজর অঞ্জনকুমার বাসুমাতারি , বায়ুসেনা আধিকারিকরা । পাশাপাশি শহীদের শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছান সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (গোলে) ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *