Crime : মাদক সহ গ্রেপ্তার , তদন্তে বাগডোগরা পুলিশ
শিলিগুড়ি , ২৩ জানুয়ারী : প্রায় ৩০৬ গ্রাম ব্রাউন সুগার সহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ও বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ । ঘটনার জেরে এদিন রাঙ্গাপানীর ইন্ডিয়ান ব্যাঙ্কের সামনে চাঞ্চল্য ছড়ায় । গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই অভিযান চালায় এসওজি ও বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ। ধৃত শিলিগুড়ি […]