September 11, 2024
Sevoke Road, Siliguri
জীবনধারা

Jalpaiguri : রাস্তা থেকে বাজপাখি তুলে এনে শুশ্রূষা করলেন মহিলা

জলপাইগুড়ি , ৩ জানুয়ারী : জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে একটি কুকুর ছানা । সে সময় কুকুর ছানার কাছে একটি বাজপাখি ছুটে আসতেই পাখিটি ধাক্কা খায় একটি গাড়িতে | পাখিটি ছিটকে পড়ে রাস্তার ধারে । ঘটনাটি জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের মোহিতনগর অসম মোড় লাগোয়া সুভাষ নগর এলাকার ।

দেখতে পেয়ে পাশেই এক চায়ের দোকানের মহিলা সোমা রায় শর্মা গিয়ে পাখিটিকে তুলে নিয়ে সেবা শুশ্রূষা শুরু করেন। মাতৃস্নেহে কোলে আগলে রেখে পাখিটিকে আপ্রাণ চেষ্টা করেন শুশ্রূষা করার।  তিনি বলেন এ ধরনের পাখি এখন দেখা যায় না তেমন | খুব কষ্ট হচ্ছে পাখিটির অবস্থা দেখে । অবশেষে খবর দেওয়া হয় পরিবেশ প্রেমী কর্মীদের । এদিন সকালে এই ঘটনায় পাখিটিকে দেখতে ভিড় জমান বহু মানুষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *