December 21, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Food : খাবারের জন্য বারবার লোকালয়ে হাতি

শিলিগুড়ি , ১৭ জানুয়ারী : ফের শিলিগুড়ি শহরে ঘুরে বেড়াল হাতি , ক্ষতিগ্রস্ত হল বেশ কয়েকটি বাড়ি । দু’দিন আগেই শিলিগুড়ি পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডে রাত্রিবেলায় ঘুরে বেড়ায় একটি দাঁতাল। তবে ওই দাঁতাল এলাকায় কোন ক্ষয়ক্ষতি না করলেও এবার শিলিগুড়ি শহরের ডাবগ্রাম ১ নম্বর অঞ্চলের শিবনগর এলাকায় ঢুকে পড়ল হাতি ।

সোমবার গভীর রাতে হাতি ওই এলাকায় ঢুকে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত করে । পাশাপাশি বাড়িতে মজুত থাকা খাদ্যপণ্য খেয়ে যায় । বেশিরভাগ বাড়িতেই পৌষ সংক্রান্তির জন্য পিঠেপুলি তৈরি হয়েছিল | মজুত ছিল চাল ও চালের গুঁড়ো ও । গজরাজ এসে বাড়ি ভেঙে পিঠেপুলি খাওয়ার পাশাপাশি চাল ও চালের গুঁড়ো পর্যন্ত খেয়ে যায় ।

হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি । শিবনগর এলাকার মানুষের অভিযোগ মাঝেমধ্যেই এলাকায় ঢুকে পড়ছে হাতি । তারা এলাকায় বন বিভাগের নজরদারির দাবি জানিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *