December 22, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Alipurduar : গভীর রাতে বাড়ির বাথরুমে ভল্লুক !

আলিপুরদুয়ার , ২০ ডিসেম্বর : গভীর রাতে বাড়ির বাথরুম প্রবেশ করল ভল্লুক । বাথরুম  থেকে ভল্লুক উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ‌ আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত কুমারগ্রাম ব্লকের পাগলারহাট সংলগ্ন এলাকার একটি বাড়িতে সোমবার রাত প্রায় আড়াইটা নাগাদ ভল্লুক উদ্ধার করে বনদপ্তর ।  

গতকাল রাত আনুমানিক ১২ টা নাগাদ একটি ভাল্লুক বাথরুমে ঢুকে পড়ে । তৎক্ষণাৎ বাড়ির মালিক আঁচ করতে পেরেই বাথরুমের দরজা বন্ধ করে দেন ।  খবর দেওয়া হয় বনদপ্তরকে |ঘটনাস্থলে যায়  বনদপ্তরের বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের আধিকারিক ও বনকর্মীরা । দীর্ঘ প্রচেষ্টার পর বনকর্মীরা ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে ভল্লুকটিকে কাবু করে । রাত আনুমানিক আড়াইটা  নাগাদ বনদপ্তরের কর্মীরা ভল্লুককে  উদ্ধার করতে সক্ষম হয় । বনদপ্তর সূত্রের খবর ভল্লুকটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *