December 21, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা রাজনীতি

NJP Station : বন্দে ভারতের সূচনা ইতিহাস গড়বে : রাজু বিস্তা

শিলিগুড়ি , ২৯ ডিসেম্বর : আগামীকাল উদ্বোধন হবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস । উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে শিলিগুড়িতে এলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ।

বৃহস্পতিবার তিনি বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান আগামীকাল একটি ঐতিহাসিক দিন হতে চলেছে । উন্নয়নের দিকে ভারত কতটা এগিয়ে সেটারই প্রমাণ এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন | যার সূচনা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ১৫০ কিলোমিটার গতিতে চলা এই ট্রেন দক্ষিনবঙ্গ ও উত্তরবঙ্গের মানুষদের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা দেবে ।

তিনি আরও জানান এভাবে বিভিন্ন ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকার উন্নয়ন করছে । যা সকলের সামনেই । উত্তরবঙ্গের উন্নয়নের দিকে তাদের বিশেষ জোড় রয়েছে । উত্তরের পর্যটন শিল্পের উন্নয়নে , প্রচার ও প্রসারে এই ট্রেনের অনেকটা অবদান থাকবে |

অন্যদিকে বিনয় তামাঙ এর তৃণমূল কংগ্রেস ছাড়া প্রসঙ্গে তিনি বলেন তৃণমূল কংগ্রেসে গণতন্ত্র আছে কিনা তার থেকে বড় পাহাড়ে গণতন্ত্র আছে কিনা সেটাই দেখার | পাহাড়ে প্রায় ২০ বছর পঞ্চায়েত ভোট হচ্ছে না | এটাই অগণতান্ত্রিক ছবি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *