December 22, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ রাজনীতি

Siliguri Court : জমি বিক্রির অভিযোগে গ্রেপ্তার দুই তৃণমূল কংগ্রেস নেতা

শিলিগুড়ি , ১৭ ডিসেম্বর : আদিবাসী বাস্তু জমির ভুয়ো নথি তৈরি করে জমি বিক্রির অভিযোগে গ্রেপ্তার দুই তৃণমূল কংগ্রেস নেতা । এই ঘটনায় সুশীল ঘোষ ও বানিয়া সিংকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি থানার পুলিশ । এই দুই নেতাই এলাকার নাম করা জমির মাফিয়া বলে অভিযোগ । এর আগেও এদের বিরুদ্ধে জমি সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে ।

অভিযোগ , শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের এক আদিবাসী শ্রমিকের জমির একাংশের জাল নথি তৈরি করে তা আরেক জনের কাছে বিক্রি করা হয়েছিল । এরপরই জমির মালিক নভেম্বর মাসে বিষয়টি জানামাত্র নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন । ধৃত সুশীল ঘোষ হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তণ পঞ্চায়েত সদস্য সুনীল ঘোষের ভাই এবং বানিয়া সিং ও এলাকার নাম করা তৃণমূল নেতা বলে স্থানীয় সূত্রে জানা গেছে ৷ ধৃতদের শনিবার পুলিশ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *