শিলিগুড়ি , ১৯ ডিসেম্বর : ফিল্মি কায়দায় মিষ্টি কুমড়ো ভর্তি গাড়ির নীচে পাচার হচ্ছিল লক্ষাধিক টাকার বার্মা কাঠ ।
সোমবার ভোররাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে জলপাইগুড়ি রানীনগর এলাকা থেকে মিষ্টি কুমড়ো বোঝাই একটি ১৪ চাকার লরি আটক করে বেলাকোবা বন দপ্তরের কর্মীরা। আর সেই গাড়িতেই মিষ্টি কুমড়োর নিচেই ছিল প্রচুর বার্মা কাঠ।
জানা গেছে গৌহাটি থেকে কোলকাতায় পাচার করা হচ্ছিল কাঠ গুলি।
এই ঘটনায় গাড়ির চালক ও সহকারী চালককে গ্রেপ্তার করেছে বনদপ্তর ।
ধৃতরা হল মহম্মদ নাঈম ও শেখ কলিম । এরা দু’জনেই মহারাষ্টের বাসিন্দা ।
উদ্ধার হওয়া কাঠের মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি আদালতে তোলা হবে।
অপরাধ
Forest : মিষ্টি কুমড়োর আড়ালে কাঠ পাচার , গ্রেপ্তার ২
- by Soumi Chakraborty
- December 19, 2022
- 0 Comments
- Less than a minute
- 314 Views
- 2 years ago