October 30, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ জীবনধারা

Jalpaiguri : সাতসকালে চা বাগানেই ময়ূরের আনাগোনা

জলপাইগুড়ি , ২৮ ডিসেম্বর : মেঘাচ্ছন্ন আকাশ সঙ্গে হালকা হিমেল হাওয়ায় ভর করে ভাসছে কুয়াশা । আর এতেই শীতের আমেজ নিয়ে মশগুল জলপাইগুড়িবাসী । এই শীতের সকালে জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানে ম্যানেজার সহ চা শ্রমিকদের মনে খুশির প্রতিফলন লক্ষ্য করা গেল।

সাতসকালে চা বাগানেই ময়ূরের আনাগোনা । এক ঝাঁক  ময়ূরের এই সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করতে ছাড়লেন না চা-বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার জীবন চন্দ্র পান্ডে । ঘন কুয়াশার মধ্যেই পেখম তুলে নাচে ময়ূরের দল । সাতসকালে এমন দৃশ্য দেখে খুশি চা বাগান কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *