Darjeeling : দার্জিলিং এর চৌরাস্তায় আজ থেকে শুরু হল ‘পর্যটন উৎসব’
শিলিগুড়ি , ২৮ ডিসেম্বর : দার্জিলিং এর চৌরাস্তায় ‘পর্যটন উৎসব’ শুরু হল আজ থেকে । আগামী ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর টানা ৪ দিন চলবে এই উৎসব | জিটিএ সহ রাজ্য পর্যটন দপ্তর ও তথ্য সংস্কৃতি দপ্তর এই উৎসবের আয়োজন করছে । দার্জিলিংকে পর্যটন মানচিত্রে শীর্ষে নিয়ে যেতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । ফি বছর […]