December 30, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ খেলা

Sports : রাজ্য স্তরের ফিস্টবল প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে

শিলিগুড়ি , ২৩ ডিসেম্বর : শিলিগুড়ি ও দার্জিলিংয়ে প্রথমবার আয়োজিত হতে চলেছে রাজ্য স্তরের ফিস্টবল প্রতিযোগিতা । আগামী ২০ থেকে ২৩ জানুয়ারী পর্যন্ত শিলিগুড়ি ও দার্জিলিং পাহাড়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে ।

শুক্রবার শিলিগুড়ি জার্নালিষ্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে একথা জানান , ওয়েস্ট বেঙ্গল ফিস্টবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফেজাল এহমাদ । তিনি বলেন , এই প্রথমবার ফিস্টবল ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে রাজ্যস্তরের ফিস্টবল প্রতিযোগিতা আয়োজন করার অনুমতি দেওয়া হয়েছে । ফলে তাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে ।

প্রায় ২৫ টি রাজ্য থেকে খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে । এখনও পর্যন্ত খেলার স্থান নিশ্চিত করা হয়নি । তবে বেশ কয়েকটি জায়গা দেখা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *